গোপালগঞ্জে দিনব্যাপী প্রতিবন্ধীকতার ধরন শনাক্ত করণ ও থেরাপী ক্যাম্প শুরু

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনব্যাপী প্রতিবন্ধীকতার ধরন শনাক্ত করণ ও থেরাপী ক্যাম্প শুরু হয়েছে। ডিআরআরএ ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ ক্যাম্পের আয়োজন করেছে।
শনিবার দুপুরে উপজেলার আমতলী ইউনিয়নের উত্তপাড়া হাটখোলা কমিউনিটি সেন্টারে প্রতিবন্ধীদের এ সেবা প্রদান করা হয়। ঢাকা ডিআরআরএ-এর থেরাপিষ্টরা এ ক্যাম্পে অংশ নিয়ে প্রতিবন্ধীকতার ধরণ শনাক্ত করেন। পরে তারা তাদের থেরাপী সেবা প্রদান করেন ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রতিবন্ধীদের রেফার করছেন। ৩টি ক্যাম্প পরিচালনা করে ইতিমধ্যে ৩২০ জন প্রতিবন্ধীর প্রতিবন্ধীতার ধরণ শনাক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে : ফারুক খান
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের লেকপাড় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু