গোপালগঞ্জের লেকপাড় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জে শুরু হয়েছে শহরের পাশ দিয়ে মরা মধুমতি নদীর উপর নির্মিত লেকপাড় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান। গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অভিযান পরিচালনা করছে।

“পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন”পূরনে বিডি ক্লিন-এর দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলন ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে শনিবার দুপুরে লেক পাড়ের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করা হয়। পরে বিডি ক্লিনের সদস্যরা ময়লা-আবর্জনা পরিস্কার করে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজমুল হাসান নজিমসহ বিডি ক্লিন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে দিনব্যাপী প্রতিবন্ধীকতার ধরন শনাক্ত করণ ও থেরাপী ক্যাম্প শুরু
পরবর্তী নিবন্ধভারত–পাকিস্তান ‘স্বপ্নের’ ফাইনাল আজ