লিটন হত্যা: সাবেক এমপি কাদের খান গ্রেফতার

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:

বগুড়া শহরের রহমান নগরের এই বাসভবন কাম ক্লিনিক থেকে কাদের খানকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় এমপি লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একই আসনের সাবেক এমপি ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বগুড়া শহরের রহমান নগরের বাসভবন কাম ক্লিনিক থেকে গাইবান্ধার গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

৫ দিন ঘেরাও করে রাখার পর জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় এ খবর পাঠানো সময় তার বাসায় তল্লাশি চলছিল।

গাইবান্ধা স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহবুব আলম জানিয়েছেন, গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের এমপি লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গাইবান্ধা নেয়া হচ্ছে।

জানা গেছে, ডা. কর্নেল (অব.) কাদের খান গত ২০০৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বগুড়া শহরের রহমাননগরে জেলাদারপাড়ায় তার ৫তলা ভবন রয়েছে। ওই ভবনে গরীব শাহ ক্লিনিক ও তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ও তার স্ত্রী বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. এজেইউ নাসিমা বেগম রোগী দেখেন।

গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ডা. কর্নেল (অব.) কাদের খান বগুড়ার বাসায় আসেন। রাত ১০টার পর পোশাকে ও সাদা পোশাকে একদল পুলিশ বাসার সামনে অবস্থান নেয়।

তার স্ত্রী ডা. নাসিম জানান, পুলিশ কর্মকর্তারা তাদের নিরাপত্তা দেবার কথা বলেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফুল দিয়ে ভাষা শহীদের স্মরণ করল ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধলিবিয়ার সমুদ্র তীরে ৮৭ অভিবাসীর লাশ