নারী শিল্পীদের শিল্পকর্ম জমা দেওয়ার আহ্বান মার্কিন দূতাবাসের

নিউজ ডেস্ক

নারী শিল্পীদের শিল্পকর্ম জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক বার্তায় এই আহ্বান জানানো হয়।

নারীদের ইতিহাসের মাস এবং আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মাসব্যাপী প্রদর্শনী- “আস উইমেন ২০২৪”-এর জন্য শিল্পকর্ম জমা দেওয়ার আহ্বান জানায় দূতাবাস। এই বছরের থিম, “পরিবেশ-নারীবাদ: বায়ুর মান এবং পরিবেশগত বৈষম্যের মুখোমুখি অর্থনৈতিক সাফল্যের পুনঃসংজ্ঞায়ন। ” নারীদের শিল্পকর্মের মাধ্যমে জেন্ডার এবং পরিবেশের অভিন্ন ক্ষেত্র আবিষ্কারের আমন্ত্রণ জানানো হয়।

শিল্পকর্ম জমা দিতে : https://forms.gle/TPp2dggSFMHGBQx77
আবেদনের সময়সীমা: মে ১, ২০২৪
ইভেন্টের লিংক: https://fb.me/e/5jcKZG0ml

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা করার নির্দেশ
পরবর্তী নিবন্ধটিপু-প্রীতি হত্যা: আ’লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু