লিবিয়ার সমুদ্র তীরে ৮৭ অভিবাসীর লাশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
লিবিয়ার জাবিয়া শহরের কাছে ভূমধ্যসাগরের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর লাশ। যার মধ্যে বেশ কয়েকটি শিশুর লাশও রয়েছে। এরা হয়ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সমুদ্র তীরের কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। এতে শঙ্কা বেড়েছে আরও লাশ থাকার। কারণ এ ধরনের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে মানুষ উঠতে পারেন।
ইতোমধ্যে লাশদেহগুলো লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নিয়ে যাওয়া হয়েছে।
গত ২০১৬ সালে এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধলিটন হত্যা: সাবেক এমপি কাদের খান গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাজীব হত্যার মাস্টারমাইন্ডকে কেও চিনিয়ে দেননি-মনিরুল