রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে প্রবেশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং উপ দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া।

গণভবন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের এই সিদ্ধান্ত সরাসরি রাষ্ট্রপতিকে জানাতেই বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেয়।

এর আগে, গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষক লাঞ্ছিত, ট্যাগ অফিসার ক্লোজড
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের কাছে লুণ্ঠিত সম্পদ ফেরত চাইল ইরানি প্রেসিডেন্ট