বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক মন্ত্রী জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা ১০০ প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া) আসনের সংসদ সদস্য।

সম্প্রতি স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন পত্রিকা টাইম ম্যাগাজিন। সেখানেই সাবেক এ স্বাস্থ্যমন্ত্রীর নাম দেখা যায়।

গত বৃহস্পতিবার (২ মে) প্রকাশিত প্রতিবেদনে জাহিদ মালেকের বিষয়ে বলা হয়, তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন। যার ফলে বাংলাদেশে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল। এছাড়া ২০২৩ সালে কালাজ্বর (ভিসারাল লেশম্যানিয়াসিস) নির্মূল করার জন্য বাংলাদেশ ইতিহাস তৈরি করেছিল।

কালাজ্বর মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ, যা চিকিৎসা না করা হলে ৯৫ শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয়।

জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেওয়া সত্ত্বেও মালেক তার সাড়ে ১৭ কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে এলে বিমানবন্দরেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী