জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ১৯৩ রান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিপিএলের ফাইনালে খেলতে হলে ১৯৩ রান করতে হবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।আগের দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে রংপুর রাইডার্স এক উইকেট হারিয়ে সাত ওভারে ৫৫ রান সংগ্রহ করেছিল। সোমবার ফের ব্যাটিংয়ে নেমে জেসন চার্লসের সেঞ্চুরি (১০৫) ও ব্রান্ডন ম্যাককালামের হাফসেঞ্চুরিতে (৭৮) ভর করে তিন উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর।

প্লেয়িং কন্ডিশনে রিজার্ভ ডে না থাকায় আগের দিন বৃষ্টির কারণে দ্বিতীয় কোয়ালিফায়ারের এই গুরুত্বপূর্ণ খেলাটি ভেস্তে যেতে বসেছিল।তবে উভয় দলের অধিনায়ক ও কর্মকর্তাদের সম্মতিতে সোমবার ফের মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয় ম্যাচটি।

আগের দিনে যেখানে থেমেছিল রংপুর, সোমবার সেখান থেকেই ফের খেলা শুরু করে। আগের দিনে ২৬ বলে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকা চার্লস এ দিনও ফের ব্যাটিংয়ে ঝড় তোলেন। শেষ পর্যন্ত এই ক্যারিবিয়ানের অপরাজিত ৬৩ বলে নয় চার ও সাত ছক্কায় গড়া ১০৫ এবং ম্যাককলামের ৪৬ বলে করা ৭৮ রানে ভর করে ১৯২ রান সংগ্রহ করে রংপুর।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স :২০ ওভারে ১৯২/৩ (চার্লস ১০৫*,ম্যাককলাম ৭৮)।

পূর্ববর্তী নিবন্ধপ্যারিসের উদ্দেশে প্রধানমন্ত্রীর দুবাই ত্যাগ
পরবর্তী নিবন্ধনিউইয়র্কে বিস্ফোরণে গ্রেফতার অভিযুক্ত বাংলাদেশি