কোম্পানীগঞ্জে স্কুলে বজ্রপাতে ২৮ শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী এসসি উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে বজ্রপাতে ২৮ শিক্ষার্থী আহত হয়েছে।

স্কুল ভবনের টিনের চালের ওপর বজ্রপাতের পর শিক্ষার্থীরা জ্ঞান হারিয়ে ফেলে।

স্থানীয়ভাবে ১৪ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত অপর ১৪ শিক্ষার্থীকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শিক্ষার্থীরা হল- জাবেদা জামান (১৩), রাকিব (১২), সৌরভ মজুমদার (১২), গোলাম ছারওয়ার (১৩), শিমলা আক্তার (১৪), খাদিজা আক্তার (১৪), সুমি আক্তার (১৩), মুক্তা (১৩), কামরুন্নাহার (১৪), জেসমিন আক্তার (১৩), আমেনা আক্তার (১৪), শাহানা আক্তার (১৩), নুর নাহার (১৫) ও সালমা আক্তার(১৪)।

পূর্ববর্তী নিবন্ধসিলেটের সঙ্গে ফের রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জকে বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত