গোপালগঞ্জকে বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত

 হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জ সদর থানার উদ্যোগে আজ বুধবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা সাড়ে ১১ টায় শুরু হয়ে চলে বেলা ২ টা পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, গোপালগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল হাসান নাজিম, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রীবাস চন্দ্র বিশ্বাস, পৌর কাউন্সিলর শাহ্ মোহম্মদ নাহিদ, মো. আল আমিন ইসলাম, রোমান মোল্লা, সায়েদা আক্তার পাপিয়া, সাবেক কাউন্সিলর জাহেদ মোহম্মদ বাপ্পী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফারুক আহম্মেদ, সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম, শেখ মোস্তফা জামান প্রমূখ। অনুষ্ঠানে সদর উপজেলঅর ২১ ইউনিয়নের জন প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক নিয়ন্ত্রণ, বখাটেদের শাস্তি প্রদান, নিরাপত্তার ফাঁক ফোকরে দুস্কৃতিকারীরা যাতে কোন অঘটন না ঘটাতে পারে তার জন্য পুলিশ ও জনগন একসাথে কাজ করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে গোপালগঞ্জকে একটা বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলারও সিদ্ধান্ত হয়

পূর্ববর্তী নিবন্ধকোম্পানীগঞ্জে স্কুলে বজ্রপাতে ২৮ শিক্ষার্থী আহত
পরবর্তী নিবন্ধমরার ওপর খাঁড়ার ঘা সুনামগঞ্জে