সিলেটের সঙ্গে ফের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
টানা চার দিন বন্ধ থাকার পর চালু হওয়ার দুদিনের মাথায় আরেকটি রেল সেতু দেবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ের ১৪১ নম্বর সেতুর মাটি সরে যাওয়ায় বুধবার বিকাল থেকে এ রুটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল-সাতগাঁও স্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় ওই রেল সেতুটির মাটি সরে দেবে যাওয়ায় রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বৃষ্টির পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর ব্রিজের নিচের মাটি সরে যায়। পরদিন মেরামতের সময় একটি পিলার ধসে গেলে সারাদেশে সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। চারদিন পর সোমবার ফের রেল চলাচল স্বাভাবিক হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখেই সবকিছু করা হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকোম্পানীগঞ্জে স্কুলে বজ্রপাতে ২৮ শিক্ষার্থী আহত