সোনালী ব্যাংকে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়নে ইনোভেশন প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ‘ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের লক্ষে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে আয়োজিত এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ। ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের (বিজনেস আইটি) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন, ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ রেজওয়ান আল বখতিয়ার। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন অঞ্চল হতে আগত সাত কর্মকর্তা তাদের উদ্ভাবন পরিকল্পনা তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধঋণের তৃতীয় কিস্তির ছাড়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইএমএফ
পরবর্তী নিবন্ধবিএসইসি চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় পপুলার লাইফ এমডির ফুলেল শুভেচ্ছা