কচুয়ায় দপ্তরী-কাম প্রহরী সংগঠনের মতবিনিময় সভা

এম. সাইফুল মিজান, কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কচুয়ায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর-কাম প্রহরীদের দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে কচুয়া পৌরসভাধীন ৪৮নং সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দপ্তরী কাম প্রহরী সংগঠনের কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মানিক এর সভাপতিত্বে ও মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দপ্তরী কাম প্রহরী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সত্য সাধন কান্ত বাড়ই। এছাড়া, সংগঠনের জেলা কমিটির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, ফরিদগঞ্জ শাখার সভাপতি আরিফ হোসেন বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দর মধ্যে আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, শরীফুল ইসলাম রাজু, মোঃ মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা চাকুরী জাতীয় করণ, রেশন কার্ড, সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা, ট্রেজারী মৃত্যু জনীত সমস্যা সমাধান কল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

কচুয়া ঃ দপ্তরী কাম প্রহরী সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় সভাপতি সত্য সাধন কান্ত বাড়ই।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে মেয়েদের মুখে স্বাধীনতার দাবি, হাতে পাথর
পরবর্তী নিবন্ধকচুয়ায় ঝড়-বৃষ্টিতে ইরি ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি