মুকসুদপুরে কাবিন নামায় প্রতারণায় স্ত্রী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ মুকসুদপুরে কাবিননামায় প্রতারণার দায়ে আদালতে মামলার ঘটনায় এক নারী গ্রেপ্তার হয়েছে। সে কাবিন নামায় দেনমোহরে ৪ লাখ টাকার পরিবর্তে ১৪ লাখ টাকা লিখে স্বামীর কাছে দেনমোহরের দাবীতে মামলা করলে পাল্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়। অপর মুলহোতা নিকাহ রেজিষ্টার পলাতক রয়েছে।

পশারগাতি ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের হায়াত শেখের মেয়ে হাবিবা সুলতানা (২২) কে ৩ মে শুক্রবার রাতে মুকসুদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। মামলার অন্যান্য আসামীরা হলো নিকাহ রেজিষ্টার কাজী মৌলভী নিজামউদ্দীন হাবিবার মা আছমা বেগম ও বাবা আনিছুর রহমান।
মামলার বিবরণে জানাগেছে, মুকসুদপুর উপজেলার ফকিরহাটখোলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরাফাত রহমান ২০২২ সালে ১২ ডিসেম্বর সালে পার্শ্ববর্তী পশারগাতী ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের হায়াত শেখের মেয়ে হাবিবা সুলতানা কে পারিবারিকভাবে করে। বিয়ে রেজিষ্ট্রি করেন পশারগাতী ইউনিয়নের কাজী মৌলভী নিজামউদ্দীন। বিবাহের সময় কাবিন নামায় ৪ লাখ টাকা দেনমোহর লেখা হয়। পরবর্তীতে সংসারে মনোমালিন্য হওয়ায় হাবিবা সুলতানা কাজী মৌলভীর যোগসাজশে ৪ লাখ টাকার কাবিন ১৪ লাখ টাকা বানিয়ে আদালতে দেনমোহরের মামলা দায়ের করে।
এটি জানতে পেরে স্বামী আরাফাত রহমান বাদী হয়ে স্ত্রী হাবিবা সুলতানা এবং বিয়ের কাজী মৌলভী নিজাম উদ্দীন, (নিকাহ রেজিষ্টার) কে আসামী আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার বিষয়াদি আমলে নিয়ে বিজ্ঞ আদালত মুকসুদপুর থানার ওসিকে তদন্তসহ আইগত ব্যবস্থ্যা গ্রহণের নির্দেশ দেন।
পশারগাতি চেয়ারম্যান আবদুররহমান মীর ঘটনার সত্যতা স্বীকার করেন।
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান আদালতে নির্দেশে মামলা রুজু করে পুলিশি অভিযান চালিয়ে প্রতারক স্ত্রী হাবিবা সুলতানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রতারক কাজী মৌলভীকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় ঢাকাসহ সারা দেশে গাছ কাটা বন্ধে রিট
পরবর্তী নিবন্ধকুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা