বিডিবিএল ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের(বিডিবিএল) সিনিয়র অফিসার ও সিনিয়র অফিসার (আইটি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৯ সেপ্টেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেদিন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার নবমী থাকায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) প্রধান মোশাররফ হোসেন খান প্রথম আলোকে জানান।
মোশাররফ হোসেন বলেন, ওই দিনে ব্যাংকটির সিনিয়র অফিসারের ৮২ পদের বিপরীতে এক লাখ ৮৩ হাজার প্রার্থীর এমসিকিউ পরীক্ষা ও সিনিয়র অফিসার আইটি পদে ৪৫ জনের বিপরীতে ৫ হাজার ২০০ জনের লিখিত পরীক্ষা নেওয়ার তারিখ নির্ধারিত ছিল। সিনিয়র অফিসার আইটি পদের নিয়োগ পরীক্ষা আগামী অক্টোবর মাসের ৬ তারিখ সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত নেওয়া হবে। তবে প্রার্থী বেশি হওয়ায় সিনিয়র অফিসার পদের তারিখ নির্ধারণ করা যায়নি। এই তারিখ শিগগিরই নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৬
পরবর্তী নিবন্ধএই রুবেল সেই রুবেল নয়