পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন


প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হয়েছে।
ঈদের প্রথম জামাত সকাল ৭টায় হয়েছে। এতে ইমাম হিসেবে থাকেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির রয়েছেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

পূর্ববর্তী নিবন্ধসবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত