পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৪৬তম শাখার শুভ উদ্বোধন

পপুলার২৪নিউজ ডেস্ক:
পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা জোনের প্রধান মোঃ মঞ্জুরুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মাহমুদ ওমর জিয়াদ, চরমোনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, বিশিষ্ট সমাজসেবক এম. এ. রব এবং পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ খান মোশারফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের বিপিএমডি প্রধান মোল্লা খলিলুর রহমান, এভিপি মোঃ মোস্তাফিজুর রহমান, বরিশাল শাখার ব্যবস্থাপক সৈয়দ মনিরুল হক ও বরগুনা শাখার ব্যবস্থাপক সিরাজুম মুনীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক সৈয়দ তসলীম আলম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুনাজাত পরিচালনা করেন পাঙ্গাসিয়ার পীর সাহেব আলহাজ্জ মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, দক্ষিনাঞ্চলের অন্যতম প্রধান শহর পটুয়াখালীতে আজ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি শাখা উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তাই আমার উদাত্ত আহ্বান পটুয়াখালীবাসী যেন এখন থেকে ইসলামী ব্যাংকিংয়ের এ অনন্য সেবা গহণ করেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরইমধ্যে তা প্রমানে সফল হয়েছে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সর্বাধুনিক সকল ব্যাংকিং সেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদে ওয়ালটন ফ্রিজ, টিভি, হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রির ধূম
পরবর্তী নিবন্ধযৌনপল্লীতে টয়া, বললেন ‘এটা আমার জীবনের ভয়ংকর অভিজ্ঞতা’