২৫ মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে পাশে থাকবে ভারত

পপুলার২৪ নিউজ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে পরিচালিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ভারত পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর চারদিনের রাষ্ট্রীয় সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ আশ্বাস দেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শুরু হওয়া এক সংবাদ সম্মেলনে একথা জানান শেখ হাসিনা।

ভারত সফরের অভিজ্ঞতা বিনিময় করতে এ সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, ভারত সফরকালে হায়দরাবাদ হাউসের বলরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠককালে নরেন্দ্র মোদি ২৫ মার্চ গণহত্যা দিবসকে সমর্থন জানান এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশে পাশে থাকবেন বলে শেখ হাসিনাকে জানান।

উল্লেখ্য, বাংলাদেশ প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে ভারত যান।

পূর্ববর্তী নিবন্ধকর্মক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারী
পরবর্তী নিবন্ধপার্টস আমদানির ঘোষণা দিয়ে ১৬ হাজার ডিজিটাল মিটার আমদানি করে, আটক