হিজড়া

মো.মুজিব উল্ল্যাহ তুষার
( সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী)

হিজড়া  জম্মগত  দৈহিক বা জিনগত পুরুষ ও নারীর মধ্যবর্তী কোন অবস্থানের
ব্যক্তিবর্গকে বুঝায়।
চট্টগ্রামের ঝাউতলা কলোনীতে হিজড়ারা থাকেন। সুযোগ সুবিধার দিক দিয়ে ছোট ছোট এই
বাড়িগুলোর এতটাই খারাপ অবস্থা, যে সেগুলোকে তারা বাসা না বলে কলোনী বলতেই অভ্যস্ত।
এই পল্লীতে যারা থাকেন তারা জীবিকা নির্বাহ করেন মূলত বিভিন্ন দোকান,
ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা কালেকশন করে,যৌন কর্মী হিসেবে। আর মাঝে মাঝে
নেচে-গেয়ে কোন নবজাত শিশুকে আশীর্বাদ করে কিছু অর্থ আয় করেন।
তেমনি একটা কলোনীর ঘরে বসে আমার কথা হচ্ছিল কাজলের সাথে। ‘‘ছেলে হিসেবে জন্ম
নিলেও ছোট বেলা থেকেই মেয়েদের কাপড় পরতে ভাল লাগতো, মেয়েদের সাথে মিশতে ভাল
লাগত’’, বললেন কাজল। এ জন্য তার ভাই, বাবা মায়ের কাছ থেকে তাকে অনেক মারধর
খেতে হয়েছে। তার বয়স যখন সাত বা আট বছর, তখন থেকেই তার হাঁটা-চলা মেয়েদের মত
হতে থাকে। যত বয়স বাড়তে থাকে সে উপলব্ধি করে সে অন্যদের থেকে আলাদা।
তখন সে বিষণ্ণতায় ভুগতো আর ভাবতো তার মত কি আর কেউ নেই?
কাজল বলছিলেন এর এক পর্যায়ে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখার পর পরিবার
ছেড়ে যোগ দেন অন্যান্য হিজড়াদের সাথে। সামাজিক বিড়ম্বনা
বাংলাদেশে বেসরকারি হিসেবে প্রায় ১৫ হাজার হিজড়া রয়েছে। এদের সামাজিক ভাবে
গ্রহণ না করার কারণেই চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানসহ নানা স্থানে বিভিন্ন
ভাবে বিড়ম্বনার মুখে পড়তে হয় তাদের। হিজড়াদের নিয়ে যেসব সংস্থা কাজ করছে, তারা
দীর্ঘদিন ধরেই এদেরকে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানিয়ে
আসছে, যাতে তাদের অন্যান্য অধিকারগুলো রক্ষা হয়।
বাংলাদেশে সমাজ হিজড়াদের নিচু চোখে দেখে, এমনকি নিজ পরিবারের কাছেও তারা
নিগৃহীত হয়। ফলে, কিশোর বয়সেই তাদের পড়ালেখা থেমে যায়।
পরিবারের সদস্যদের কাছে সমর্থন না পেয়ে সেখান থেকে বের হয়ে যেতে হয়, আশ্রয়
নিতে হয় অন্যান্য হিজড়াদের মাঝে। প্রত্যেক হিজড়ার একজন করে গুরু মা থাকেন।
তিনিই তাদের আশ্রয় দেন।
ঝাউতলা হিজড়া পল্লীর আরেক বাসিন্দা লিজা। তিনি বলছিলেন স্কুলে সহপাঠী ও
শিক্ষকদের অসহযোগিতার কারণেই বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। তারপর তিনি আর স্কুলে
যাননি । এভাবেই তার পড়াশোনার সমাপ্তি ঘটে।
মানসিক কারণ জন্ম নেওয়ার পর একটি নির্দিষ্ট বয়সে এসে পুরুষ বা নারীতে পরিণত
হতে যেসব হরমোন স্বাভাবিক মাত্রায় থাকা প্রয়োজন, সেসব হরমোনের তারতম্যের
কারণেই এই নারী-পুরুষের বাইরে আরেকটি লিঙ্গের সৃষ্টি হচ্ছে বলে প্রচলিত
ব্যাখ্যায় বলা হয়।
কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এর সাথে আরো বেশ কিছু কারণ থাকতে পারে। শিশু
বয়সে যৌন নিপীড়নের শিকার হওয়া বা কোন ট্রমা থেকেও তারা নিজেকে অপর লিঙ্গের মত
ভাবতে থাকেন। বাংলাদেশে এই হিজড়া জনগোষ্ঠী স্কুল থেকে ঝরে এবং পরিবার থেকে বের
হয়ে গিয়ে, এক অর্থে ভাসমান জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।
সমাজের প্রত্যেক স্তরে, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের মত জায়গাতে তারা চরমভাবে
অবহেলা আর বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাংলাদেশে প্রথমবার এ জনগোষ্ঠীকে নিয়ে কাজ
করছে বেশ কিছু সংস্থা। সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সুবিধাগুলো
পাইয়ে দেওয়ার লক্ষ্যে তারা কাজ শুরু করে।
‘‘উপমহাদেশে হিজড়া প্রথার চল সেই মুঘল আমল থেকে। যৌন পেশা, বাঁধাই , ছল্লা এসব
তাদের ঐতিহ্যের মধ্যে রয়েছে,’’।
হিজড়াদের সাথে কাজ করতে গিয়ে  মূলত দু’ধরনের মানুষের সাথে পরিচয় হয়।
‘‘একদল আছেন যারা এসব কাজ থেকে সরে আসতে চান। আরেক দল আছেন তারা চাননা। তাই
আমি মনে করি সময় লাগবে,’’। তবে মানুষের মাঝে সচেতনতা তৈরি হলে সেটা দ্রুত
সম্ভব বলে মনে করা যায়। হিজড়াদের নিয়ে যারা কাজ করছেন, তারা মনে করছেন
নারী-পুরুষের বাইরে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলে, শ??

পূর্ববর্তী নিবন্ধসাকিবের দ্বিতীয় শিকার নিকোলাস পুরান
পরবর্তী নিবন্ধজেএসইউএস’র উদ্যোগে মানসিক অসুস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ