বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

নিউজ ডেস্ক : বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর হোটেল স্কাই সিটিতে এ আয়োজন করা হয়। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে শাখা ও উপশাখার ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে আমানত সংগ্রহের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়াসহ ২০২৪ সালের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকৌশল ও দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম।

Advertisement

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের। এছাড়া সব শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধস্যামসন ও জুরেলের ব্যাটে ভর করে রাজস্থানের ৮ম জয়
পরবর্তী নিবন্ধসিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত