মেসির ‘ভক্ত’ হলেই একাদশ থেকে বাদ

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নাম লেখানোর পর থেকেই ক্রেজ আকাশচুম্বী। এমনকি প্রতিপক্ষের খেলোয়াড়রা পর্যন্ত তার ভক্ত বনে যান। অনেকের আইডলও বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার। কিন্তু মেসির ভক্ত হলেই বাদ পড়তে হবে একাদশ থেকে, এমনটাই জানিয়েছেন এমএলএসের ক্লাব নিউ ইংল্যান্ড রেভল্যুশনের কোচ কালেব পর্টার।

আগামীকাল ভোরে এমএলএস ম্যাচে ইন্টার মায়ামির মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। এই ম্যাচে কমপক্ষে ৫০ হাজার দর্শক থাকবেন বলে ধারণা করা হচ্ছে। যার মূল কেন্দ্রে যে মেসি সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই উন্মাদনায় শামিল হতে পারছেন না পর্টার। এমনকি দলের যেসব খেলোয়াড়ের মেসির প্রতি মুগ্ধতা আছে, তাদেরও একাদশে রাখবেন না তিনি।

খেলোয়াড়দের সর্বোচ্চটা দেওয়ার আহ্বান জানিয়ে পর্টার বলেন, ‘ছেলেরা খুবই রোমাঞ্চিত। স্টেডিয়াম একেবারে দর্শকপূর্ণ থাকবে। আমার মনে হয় এটা বোস্টনের খেলার ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতির ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। এম ম্যাচে উজ্জীবিত হতে না পারলে রোমাঞ্চিত হতে না পারলে ম্যাচটি খেলতে যাওয়ার দরকার নেই।’

নিউ ইংল্যান্ড কোচ আরও বলেন, ‘তারা (খেলোয়াড়) যদি মুগ্ধতায় (মেসিতে) আচ্ছন্ন থাকে, তবে তাদের সেখানে থাকার দরকার নেই। আমাদের লিগে আপনি প্রতি সপ্তাহে কারও না কারও প্রতি মুগ্ধ হতে পারেন। আমাদের লিগে অনেক বড় মাপের খেলোয়াড় আছে। আমি চেষ্টা করব যাদের মুগ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তেমন কাউকে একাদশে না রাখার।’

পূর্ববর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংকের নতুন ডিএমডি তাহমিনা আখতার
পরবর্তী নিবন্ধমস্কো উৎসবে পুরস্কৃত ‘নির্বাণ’ সিনেমা