জেএসইউএস’র উদ্যোগে মানসিক অসুস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

পপুলার২৪নিউজ ডেস্ক:
“মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তিদের একটু আদর, সহযোগিতা ও ভালবাসা দিলে অতি দ্রুত
তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি অত্যান্ত খুশি যে, জেএসইউএস
প্রতিবন্ধী ব্যক্তি ও মানসিক রোগীদের নিয়ে এ ভাবে কাজ করছে। প্রতিবন্ধী
ব্যক্তিদের নিয়ে সংস্থার পরিচালিত প্রতিটি কার্যক্রমের সাথে জড়িত থাকতে পেরে
আমি অত্যন্ত আনন্দিত। সেই সাথে প্রতিবন্ধী ব্যক্তি তথা মানসিক রোগীসহ যে কোন
ভাল কাজ করার জন্য আমার ওয়ার্ড কার্যালয় সম্ভাব্য সকল প্রকার সহায়তা অব্যাহত
থাকবে বলে ঘোষণা করছি। সেই সাথে আমার ওয়ার্ড কার্যালয়ে একটি কক্ষ প্রতিবন্ধী
ব্যক্তিদের ফিজিও থেরাপি সেবা দেয়ার জন্য অনুমতি প্রদান করলাম।”  মানসিক
অসুস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণকালে ৩৩নং পাথরঘাটা ওয়াডের্র
সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব প্রধান অতিথির বক্তব্যে
উপরোক্ত মন্তব্য করেন।

সোমবার ১৭ জুন ২০১৯ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩নং পাথরঘাটা ওয়ার্ড
কার্যালয়ে বেসরকারী মানব উন্নয়ন মূলক সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা
(জেএসইউএস) কর্তৃক বাস্তবায়নরত সিডিডি এবং সিবিএম এর সহযোগিতায় পরিচালিত
“প্রমোশন অব হিউম্যান রাইটস্ অব পারসন্স উইথ ডিজএ্যাবিলিটিস ইন বাংলাদেশ
(পিএইচআরপিবিডি)” প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডে
ইতোমধ্যে চিকিৎসা প্রদানকৃত মানসিক রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা
হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়াডের্র
সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব, আরো উপস্থিত ছিলেন
প্রকল্পের সিডিআরপি কল্লোল কান্তি দাশ, সিএম মো: রুবেল ৩৩ নং ওয়ার্ড সচিব জনাব
মো: নুরুল আমীন, ডাটা অপারেটর জনাব ইমরান আহমদ এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের
স্বজনরা।

প্রকল্পের সিডিআরপি কল্লোল কান্তি দাশ বলেন- “ সঠিক সময়ে সনাক্তকরণের মাধ্যমে
চিকিৎসার ব্যবস্থা করা গেলে মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থ ও
স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তাদের একটু ভালবাসা, সঠিক সময়ে ঔষধ সেবন,
সঠিক ভাবে কাউন্সিলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
আর্থিকভাবে অসচ্ছল মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের
সহায়তার উদ্দেশ্যে প্রকল্পের আওতায় বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করা হচ্ছে।”

এখানে উল্লেখ্য, মানসিক অসুস্থতা নিরুপন ক্যাম্পের মাধ্যমে ব্যবস্থাপত্র
প্রদান করা মানসিক অসুস্থ ব্যক্তিদের মধ্যথেকে মোট ১৮ জন অস্বচ্ছল ব্যক্তিদের
বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহিজড়া
পরবর্তী নিবন্ধ১৫ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস