সুনামগঞ্জে ফসলহানীর প্রভাব পড়েছে ঈদ বাজারে : ক্রেতা শূণ্যে ব্যবসায়ীরা হতাশ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জে ফসলহানি, পাথর ও কয়লা ব্যবসায় মন্দাভাবের প্রভাব পড়েছে ঈদ বাজারে। চৈত্র মাসে প্রায় ৯০ ভাগ বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ফসল হারানো কৃষক পরিবারের মানুষের বাঁচার আহাজারি এখনও লেগে আছে। বাঁচার লড়াইয়ে অনেক কৃষক পরিবার অন্যত্র চলে গেছেন। জেলার চারিদিকে শুধু খাদ্যের জন্য হাহাকার। যার ফলে ছোট-বড় বিপণী বিতান ও শপিং কমপ্লেক্সের দোকানে ব্যবসায়ীরা অনেকেই অলস সময় পার করছেন। ঈদের বাজার তো দূরের কথা অনেক কৃষক পরিবারে স্ত্রী-সন্তান নিয়ে দু’মোটে ভাত খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
ফসলহানীর প্রভাবে ঈদ বাজার এখনও জমে উঠেনি। জমবে কিনা এ নিয়ে ব্যবসায়ীরা হতাশ। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, এবছর অসময়ে হাওরের বোর ধান পানিতে তলিয়ে যাওয়ায় গোলায় ধান তুলতে না পারা, ছাতকে কৃষির পাশাপশি ছোট-বড় প্রায় হাজারো বোল্ডার পাথর ও চুনাপাথর ব্যবসা প্রতিষ্টান রয়েছে। গত ৬ মাস ধরে ভারত থেকে চুনাপাথর আমাদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। এবং তাহিরপুর উপজেলার (বড়ছরা-চারাগাঁও-বাগলী) শুল্কষ্টেশনের কয়লা আমদানী বন্ধ থাকায় জেলার মানুষের মধ্যে ঈদের আমেজ নেই। অন্য বছর ঈদের ১৫ দিন পূর্বেই হাট-বাজারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও এ বছর দোকানে ক্রেতা নেই।
ছাতক উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখের বেশি মানুষের বসবাস। শহরে ঘুরে দেখা গেছে, তাহির প্লাজা, মনিকা প্লাজা, চৌধরী কমপ্লেক্স, দেওয়ান কমপ্লেক্স, মেহতাজ শপিং মলসহ বিভিন্ন বিপণী বিতানগুলো অধিকাংশ ক্রেতার ভিড় নেই। মাঝে মধ্যে কিছু কাপড়-চোপড় বিক্রি হলেও ঈদ বাজার জমেনি। ফলে অধিকাংশ ব্যবসায়ীরা হতাশায় পড়েছেন। অন্য বছরগুলোতে ১০ রোজা পার হলেই বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে কেনাকাটার একটা ধূম পড়ে যায়। কিন্তু এবারে পুরো ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। কৃষক, নিম্নবিত্ত ও ছোট ব্যবসায়ীদের কেনা কাটার আগ্রহ থাকলেও নেই সামথ্য।
দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওর পাড়ের রনশি গ্রামের রুনা বেগম জানান, ভাই আমরা তো বোরো ফসলের উপর নির্ভরশীল। বোরো ফসলের ধান বিক্রি কইরাতো ঈদের কিনাকাটা সবাই করি। ইবার আমরার ধানও গেছে, মাছও গেছে। ধান নেওয়াতে ঈদের বাজার করার সামর্থ্য নাই।
তাহিরপুর বাদাঘাট বাজারের কাপড় ব্যবসায়ী আলী হোসেন জানান, এবার বোরো ফসল কৃষকরা তুলতে না পারায় এবং বড়ছরা-চারাগাঁও-বাগলী শুল্কষ্টেশনগুলো বন্ধ থাকায় অন্য বছরের তুলনায় বিক্রি কম হচ্ছে।
সু্নামগঞ্জের একাধিক কাপড় ব্যবসায়ী জানান- ঈদের বাজারের অবস্থা ভালো নয়। বছরে ঈদুল ফিতরে বিক্রির বড় লক্ষ্যমাত্রা থাকে। কিন্তু অন্য বছরের তুলনায় এবার বিক্রি কম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদ উপলক্ষ্যে বাজারে ওয়ালটনের ৬৭ মডেলের এলইডি টিভি
পরবর্তী নিবন্ধআরো শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া