শিক্ষার্থীদের চুল কেটে দিলেন প্রধান শিক্ষক!

পপুলার২৪নিউজ ডেস্ক:
শিক্ষার্থীদের চুল কেটে দিলেন প্রধান শিক্ষক!

বরগুনায় ছয়জন শিক্ষার্থীকে মাঠে বসিয়ে অন্য শিক্ষার্থীদের সামনে তাদের চুল কেটে দিয়েছে প্রধান শিক্ষক।

সোমবার সকালে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো- দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার নাদিম শিফাত, হাসিবুর রহমান জয়, মো রাকিব, সাব্বির ও নবম শ্রেণির শিক্ষার্থী মো. মেহেদী হাসান। তারা জানায়, তাদের চুল ছোট করতে হবে এমন কোনও নির্দেশ না দিয়েই ক্লাস শুরুর আগে কুচকাওয়াজ থেকে ডেকে নিয়ে মাঠের মধ্যেই চুল কেটে দেওয়া হয়।

প্রধান শিক্ষক বাবলুর রহমানসহ শারীরিক শিক্ষক মো. রফিক ও গনিত শিক্ষক ফিরোজ আহম্মেদ তাদের মাথার মাঝখান থেকে চুল কেটে দেন।

চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, কুচকাওয়াজের লাইনে নয়, তাদের অফিসে ডেকে এনে চুল কাটা হয়েছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ বলেন, আমি বিষয়টি জানি না। এটা ঠিক না। তবে যদি এমনটা ঘটে থাকে তাহলে তা তদন্ত করে দেখা হবে।

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র জানান, শিক্ষার্থীদের কোনও ধরনের মানসিক বা শারীরিক নির্যাতন করা যাবে না। এভাবে চুল কাটা হলে তা মানসিক নির্যাতনের মধ্যে পরে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধসংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবইমেলায় আসছে ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’