মুগদায় খালে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারচেষ্টা চলছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর মুগদায় খালে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তিন বছর বয়সী ওই শিশুর নাম হৃদয়।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তবে সোমবার সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম।

তিনি বলেন, শিশুটিকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খালে ব্যাপক ময়লা-আবর্জনা থাকায় শিশুটিকে উদ্ধারে সমস্যা হচ্ছে। আশা করছি দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

এর আগে রোববার বিকাল ৫টার দিকে মুগদার মদিনাবাগ সুখনগর খালটি বাঁশের সাকো দিয়ে পাড় হচ্ছিল ছেলেটি। এ সময় সে নিচে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, স্টেশন অফিসার আল মাসুদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি।

মুগদা থানার ওসি এনামুল হক বলেন, শিশুটি খালপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা কামাল হোসেন একজন রিকশাওয়ালা।

ওসি আরও জানান, একসঙ্গে তিনজন শিশু খাল পার হচ্ছিল। দুই শিশু পার হতে পারলেও হৃদয় তা পারেনি।

পূর্ববর্তী নিবন্ধবেরোবিতে ১২ বহিরাগত আটক
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৫০ জেলের কারাদণ্ড