সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি করা হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি কোনো মেনশন নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন।

সোমবার (৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শতাধিক আইনজীবী মেনশন করে তাদের মামলা আপগ্রেডেশন করার জন্য উপস্থাপন করে আর্জি জানাতে থাকেন।

এ সময় প্রধান বিচারপতি মামলা আপগ্রেডেশন করার বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীর মতামত জানতে চান।

এসময় প্রধান বিচারপতি বলেন, ১৮০০ এর বেশি মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়েছে। এটা পাগলামি না? সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, রাষ্ট্রপক্ষ ছোট ছোট মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চলে আসে আপিল বিভাগে। এগুলো যদি চেক অ্যান্ড ব্যালেন্স হতো তাহলে আপিলে এতো মামলা হতো না।

এর জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, উনি যে মামলাগুলোর কথা বলছেন, তার বেশিরভাগই হেরোইনসহ মাদকদ্রব্য সংক্রান্ত মামলা। এ কারণে আমাদের আপিলে আসতে হয়।

সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, এমনটা আশা করি।

পূর্ববর্তী নিবন্ধটানা তিন জয়ে শীর্ষে কেকেআর
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলের শাড়ি নিয়ে ভারতে বাংলাদেশের ল’ ফার্ম নিয়োগ