মুকসুদপুরে বিনা মুল্যে চিকিৎসা সেবা

হায়দার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারি কলেজ মাঠে বিনামুল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৩শ ৭৫ জন রোগীকে বিনা মুল্যে চিকিৎসা সেবা এবং বিনা মুল্যে ওষুধপত্র দেয়া হয়। বাটিকামারি এলাকার প্রয়াত সমাজসেবক ‘রাশেদ মিয়া ও ছাদেক মিয়ার স্বজনেরা’ আয়োজিত বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও বিনা মুল্যে ওষুধপত্র দেয়া হয়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক উদ্যোক্তা রেজাউল আলম শাহীন জানিয়েছেন আমাদের মরহুম পিতা ও পিতৃব্য’র আত্মার শান্তি কামনায় ঢাকাস্থ পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট (সিটি) প্রধান ও ডিআইজি মনিরুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক বদরুল হায়দার, ভাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, জয়নগর ইয়ার আলী খান কলেজেরে অধ্যক্ষ শহীদুল ইসলাম, বাটিকামারি কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম পাননু‘র আর্থিক ও কায়িক সহযোগিতায় প্রথমবারের মত ঢাকাস্থ আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল থেকে ১৩শ র বেশী রোগীকে চিকিৎসাসেবা এবং বিনামুল্যে ওষুধ দেয়া হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আকরাম হোসেন জাফর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নুরুল ইসলাম জুননুু, মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান প্রমুখ উস্থিত ছিলেন। চিকিৎসা সেবার টিম লিডার ছিলেন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা: এম সাইফুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধএফবিসিসিআই মহিলা এবং ছোট ও মাঝারী ব্যবসায়ীদের জন্য কাজ করবে :শফিউল ইসলাম
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে শিক্ষার্থীর রহস্যজনক আত্নহত্যা