বীমা কোম্পানীর শেয়ারের দর চাঙ্গা

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বীমা খাতের শেয়ার টানা দরপতনের পর গতকাল মঙ্গলবার চাঙ্গার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিকে পরিশোধিত মূলধন এবং মূলধনের ৬০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ’র) দেয়া নির্দেশনার ফলে গতকাল প্রধান শেয়ারবাজাওে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর তালিকাভুক্ত বীমা খাতের ৪৯টির কোম্পানির মধ্যে ৪৬টির বা ৯৪ শতাংশের শেয়ার দর বেড়েছে। টপটেন গেইনার তালিকায় শতভাগ দখলে নিয়েছে বীমা খাত।

আর আগে গত সোমবার দেশে নিবন্ধিত লাইফ ইন্স্যুরেন্স এবং নন-লাইফ ইন্স্যুরেন্সগুলোকে আগামী এক মাসের মধ্যে ন্যুনতম পরিশোধিত মূলধন সংরক্ষণ এবং পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার ধারণ আইন পরিপালনের নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই নির্দেশনার পর গতকাল শেয়ারবাজারের লেনদেন শুরু থেকেই বীমা খাতের বেশিরভাগ শেয়ারের দর সার্কিট ব্রোকারের সর্বোচ্চ সীমায় পৌঁছায়। বেশিরভাগ কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য বিনিয়োগকারী থাকলেও বিক্রেতার দেখা মেলেনি। যার ফলে দিন শেষে দেখা গেছে ডিএসইতে টপটেন গেইনার তালিকায় থাকা সবগুলো কোম্পানি বীমা খাতের।

ডিএসইতে গতকাল টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে অগ্রণী ইন্স্যুরেন্স। সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারে ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অগ্রণী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনারের উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৪ শতাংশ বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমে ঢাকায় টিকা কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাজশাহীর দূর্গাপূরে রূপালী ব্যাংকের হাট কানপাড়া উপশাখা