দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট রুহানি

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শনিবার তাকে বিজয়ী ঘোষণা করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেজা রহমানিফাজলি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সংস্কারপন্থী রুহানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল ইব্রাহিম রাইসিকে বড় ব্যবধানে হারিয়েছেন।

রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলা হয়, ভোট গণনা শেষ হয়েছে। রুহানি ২ কোটি ৩৫ লাখ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাইসি পেয়েছেন ১ কোটি ৫৮ লাখ ভোট।

ফলাফল অনুযায়ী ৪ কোটি ১২ লাখ ভোটের ৫৭ শতাংশই পেয়েছেন হাসান রুহানি।

তবে রাইসি ভোটে কারচুপির অভিযোগ করেছেন। তার অভিযোগ, রুহানির সমর্থকরা ভোটকেন্দ্রে নির্বাচনী আইনবহির্ভূত নানা অপপ্রচার চালিয়েছে।

রুহানি সরকারের আমলে ২০১৫ সালে পরমাণু শক্তিধর পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এই নির্বাচন ছিল ওই চুক্তির জন্য পরীক্ষা স্বরূপ। শেষ পর্যন্ত তেহরানের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক আরও জোরদারে রুহানির প্রচেষ্টার প্রতি ভোটাররা তাদের সমর্থন দিয়েছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির বিরোধিতা শুরু করেন। এই চুক্তির বিপক্ষে ইরানের রক্ষণশীলরাও।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে স্কুল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজাতীয় চলচ্চিত্র পুরস্কার ভক্তদের উৎসর্গ করলেন শাকিব খান