জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল সম্ভব: মওদুদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই কেবল জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হবে। এ জন্য সব দলকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জিয়া সাংস্কৃতিক সংগঠন’-এর (জিসাস) এক অনুষ্ঠানে মওদুদ আহমদ এই আহ্বান জানান।
মওদুদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ দমন ও নির্মূল করতে তিনি জাতীয় ঐক্য চান। একটি মধ্যপন্থী, উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সব ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদকে ঘৃণা করে। তিনি আরও বলেন, যদি জঙ্গিবাদ জাতীয় একটি সমস্যা হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ সরকারের উচিত হবে সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো; যাতে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করার জন্য একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা যায়।
মওদুদ বলেন, এ দেশে আর কখনো একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না। সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিবাদকে প্রতিরোধ করতে জাতীয় ঐক্যের প্রয়োজন: ফখরুল
পরবর্তী নিবন্ধবাংলাদেশের মাটি এক ইঞ্চিও জঙ্গিদের ছাড় দেওয়া হবে না: হানিফ