জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ণ হতে পারে না: ফারুক খান

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি,মেহের মামুন,পপুলার২৪নিউজ:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) ফারুখ খান এমপি বলেছেন, জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ণ হতে পারে না। জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়া যায়, বোমা মেরে মানুষ হত্যা করা যায়, দেশের সম্পদ নষ্ট করা যায়। তাই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে মিলে জঙ্গিবাদের উত্থান প্রতিহত করবে হবে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমার নদ খনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মুকসুদপুরের চন্ডিবর্দী এলাকায় কুমার নদ পাড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক অভিভাবককে তাদের ছেলে-মেয়েদের খেয়াল রাখতে হবে। তারা কি করছে, কাদের সাথে মিশছে। ছেলে-মেয়েরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পারে এ জন্য স্কুলের শিক্ষক ও মসজিদের ঈমামদের খেয়াল রাখার আহবান জানান। যাতে কোন ভাবেই আমােদর কোমলমতি ছেলে-মেয়েদের মধ্যে জঙ্গিবাদের বীজ কেউ রোপন করতে না পারে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার নদ-নদী, খাল-বিল খনন, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজসহ দেশের ব্যাপক উন্নয়ণ কাজ করছে। এ বছরের উন্নয়ণমূলক কাজের ফলে গত ৮ বছরে দেশের দারিদ্রের হার ৪০ শতাংশ কমেছে। ২০২১ সালের মধ্যে দারিদ্রের হার আমরা ৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হবো।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মুকসুদপুর উপজেলার মরা কুমার নদের গোপালগঞ্জ অংশ বলুগ্রাম হতে বনগ্রাম পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাক্য়া প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে এ খনন কার্য চলবে।

পূর্ববর্তী নিবন্ধউত্তরবঙ্গ যার ঢাকার মসনদ তার: এরশাদ
পরবর্তী নিবন্ধগাইবান্ধায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৫