উত্তরবঙ্গ যার ঢাকার মসনদ তার: এরশাদ

রংপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘একটি কথা আছে, ভারতের উত্তর প্রদেশ যার দিল্লির মসনদ তার। আর আমি বলি, উত্তরবঙ্গ যার ঢাকার মসনদ তার। রংপুর বিভাগের ৩২টি আসনেই আমাদের বিজয়ী হতে হবে। এ জন্য আমরা একটি মহাজোট গঠনের প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যে ৩৫টি দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ছয়টি নিবন্ধিত দল রয়েছে। অনেকগুলো ইসলামী দল রয়েছে।’
শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমার বয়স হয়েছে অনেক। আগামী নির্বাচনই আমার শেষ নির্বাচন। এ নির্বাচনে রংপুর বিভাগের ৩২টি আসন পেলে আমরা ক্ষমতার মসনদে চলে যাব। এটাই শেষ সুযোগ। আমাদের সরকার গঠন করতেই হবে।’

এরশাদ বলেন, ‘১৯৯০ সালে আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আমাকে কারাগারে পাঠানো হলো। আমার পরিবারের ওপর নির্যাতন চালানো হলো। এরপর ’৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমরা পেলাম ৩৩টি আসন। আর জামায়াত পেল তিনটি। আমি তখন কারাগারে। বিএনপি আমার কাছে দূত পাঠাল। আমাকে বলা হলো সরকার গঠনে আমি যদি সমর্থন দিই তাহলে যা চাইব বিএনপি তাই দেবে। আমি সমর্থন দিইনি। এ কারণে আমার প্রতি অনেক নির্যাতন করা হয়েছে। অত্যাচার করা হয়েছে। আমার স্ত্রী-সন্তানরাও নির্যাতনের শিকার হয়েছে। ’৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সমর্থন নিয়ে ২১ বছর পর ক্ষমতার মসনদে বসল আওয়ামী লীগ। কিন্তু কী পেলাম। আমার দলকে ভাগ করা হলো। আমার এমপিদের কিনে নেওয়া হলো। আমার ওপর অত্যাচার করা হলো। কিছুই পেলাম না।’

এরশাদ বলেন, ‘আমার লজ্জা ছিল, দুঃখ ছিল রংপুরে জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন করতে পারিনি। অথচ আমি দেশের ৪২টি জেলার সম্মেলন করেছি। আজ মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে সে লজ্জা ও দুঃখ দূর হলো।’

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাংসদ শাহানারা বেগম, প্রেসিডিয়াম সদস্য চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা, মেজর (অব.) খালেদ আকতার, ভাইস চেয়ারম্যান এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও সাবেক সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযেখানেই জঙ্গি সেখানেই প্রতিরোধ: ছাত্রলীগ সভাপতি
পরবর্তী নিবন্ধজঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ণ হতে পারে না: ফারুক খান