এ সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে: এরশাদ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বর্তমান সরকারের আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

রোববার দুপুরে ব্যক্তিগত সফরে ভারত যাওয়ার পথে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আমাকে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। কিন্তু সেটা আর সম্ভব নয়। দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে। আর কয়কটি মামলা রয়েছে সেটিও শেষ করে আবারও মাঠে নামব। তাই আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। নিবার্চনে ৩০০ আসনে জাতীয় পার্টি অংশ নিবে।’

তিস্তা চুক্তি প্রসঙ্গে এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে মন্ত্রিসভা থেকে আমরা জানতে পেরেছি- তিস্তার পানি চুক্তি এ সরকারের আমলেই হবে। আমরা নিশ্চিত- শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে এবং করতে পারবে।’

রোববার পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ভারতের কুচবিহারে পৈত্রিক বাড়িতে যান এরশাদ। এতে তার সফরসঙ্গী হিসেবে পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপিও রয়েছেন।

বেলা ১১টার দিকে রংপুর থেকে সড়ক পথে হাতীবান্ধার ‘তিস্তা ব্যারাজ অবসরে’ এসে পৌঁছেন এরশাদ।

পূর্ববর্তী নিবন্ধশাহাবুদ্দীন নাগরী ফের চার দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধপাহাড়কে আবার অশান্ত করার চেষ্টা