ইমামদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কথা বলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
শুক্রবার জুম্মার নামাজের বয়ানে মসজিদের ইমামদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কথা বলার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যাতে কেউ এসব অপরাধে লিপ্ত না হয়।
বুধবার বিকালে সচিবালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ জাতীয় নিরাপত্তা কাউন্সিলদের সাথে বৈঠক শেষে তিনি ইমামদের এ আহবান জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ইসলামী ফাইন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশী যে দু’জন অতিথিকে আমন্ত্রণ করেছিলেন তারাও তাদের বক্তব্যে ইসলামে কোনো জঙ্গিবাদের ঠাই নেই সে কথাই বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের সকল আইন প্রয়োগকারী সংস্থাসহ গোয়েন্দা সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সহ ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিশেষ নজর করছেন। এবং এগুলো আরো গুরুত্বের সাথে তারা নজরদারিতে নিয়ে আসবেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মাধবদী শাখায় গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকাশিমপুর কারাগারে পৌঁছেছে দুটি অ্যাম্বুলেন্স