আশরাফুলের ব্যাট কলাবাগান ক্রীড়াচক্রর বড় জয়

পপুলার২৪নিউজ ডেস্ক:
স্পট ফিক্সিং নিষেধাজ্ঞা শেষে জাতীয় লিগ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে ব্যাটে রান পাচ্ছিলেন না এক সময় মাঠ মাতানো এই তারকা ক্রিকেটার।

ঢাকা প্রিমিয়ার লিগেও একই অবস্থা। একাদশের বাইরেও থাকতে হয়েছে আশরাফুলকে। আগের ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৮৮ রান।

তবে নিজ থেকে বিরতি নিয়ে সোমবার আশরাফুলের ব্যাট হেসেছে। রান পেয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে ৭ উইকেটের বড় জয়ও পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র।

বিকেএসপিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ৮১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন আশরাফুল। ৮৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে ১১১ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন অ্যাশ।

এদিন টস জিতে আগে ব্যাট করে শেখ জামাল ৯ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। রাজিন সালেহ সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া সোহাগ গাজী ৩৯, ইলিয়াস সানি ৩৬ এবং মাহবুবুল করিম ৩২ রান করেন।

কলাবাগানের আবুল হাসান ৩টি, সাদ নাসিম ও মুক্তার আলী ২টি করে উইকেট শিকার করেন।

২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় পায় কলাবাগান। আশরাফুলের ৮১ আর মেহরাবের ৪৩ ছাড়াও ওপেনার তাসামুল হক ৪৮, জসিমউদ্দিন ২৯ এবং তুষার ইমরান ১০ রান করেন।

শেখ জামালের তানভীর হায়দার ও শাকিল ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরা হন আশরাফুল।

পূর্ববর্তী নিবন্ধযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে পুতিনের নিন্দা