জনতা ব্যাংকের রায়ের বাজার শাখা নতুন ভবনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন রায়ের বাজার শাখাটি স্থানান্তরিত হয়ে পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ড্রিম কহিনুর ভিলার ২য় তলায় কার্যক্রম শুরু করেছে।

রোববার ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনতা ব্যাংক।

ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. একরামুল হক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের স্পেশাল এ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের জিএম রুহিয়া আখতার, কমন সার্ভিস ডিভিশনের জিএম প্রতিভা রানী সরকার, ঢাকা পশ্চিম এরিয়া অফিসের ডিজিএম আবদুল কাদের আকন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবলা, রায়ের বাজার উচ্চ বিদ্যানলয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন্নেছা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন গাফফার ও ভবন মালিক মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার ক্লাস নেওয়ার বিষয়ে ফেসবুক পোস্ট ছিল ‘ভুলবশত’ : শিক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধটস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ