অ্যাঙ্গোলায় বিমান দুর্ঘটনায় নিহত ৭

অ্যাঙ্গোলার উত্তরপূর্বাঞ্চলীয় লুন্ডা নর্টে প্রদেশে বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন আঙ্গোলার ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক।

গতকাল শুক্রবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর : বাসস।বিমান দুর্ঘটনা রোধ ও তদন্ত দপ্তরের পরিচালক লুইস অ্যান্টোনিও সোলো এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে তিনজন বিমান ক্রু ও চারজন যাত্রী রয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার উদ্দেশে দুন্দো নগরীর কামাকেঞ্জো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর মাত্র আধা ঘণ্টা পর বিমানটি নিখোঁজ হয়।

দুন্দো থেকে ৩২০ কিলোমিটার দূরে কুইলো পৌরসভা এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সোলো জানান, এ দুর্ঘটনার কারণ এখন তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ইসলামের পথে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি’
পরবর্তী নিবন্ধদুর্নীতির অভিযোগের ভিত্তি রয়েছে : অ্যাটর্নি জেনারেল