এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে থাকবে ক্যাসিনো : পর্যটন সচিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক

এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে বিদেশিদের জন্য ক্যাসিনো থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সচিব এ কথা জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও উপস্থিত ছিলেন।

সচিব বলেন, ‘যে ক্যাসিনো নিয়ে আজকে অনেক কথা হচ্ছে, ক্যাসিনো কিন্তু বাংলাদেশে বিশেষ করে পর্যটকদের জন্য দরকার। মালয়েশিয়ায় কিন্তু ক্যাসিনো আছে, সেখানে কিন্তু পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে ঢুকতে হয়। আমরা তো তাদের জন্য এ ধরনের কোনো সুযোগ-সুবিধা দিতে পারছি না। আমরা যেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করব, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ-সুবিধা থাকবে।’

‘আমরা পর্যটকদের জন্য এ ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করতে চাই। যেখানে তারা পাসপোর্ট দিয়ে যাবে। বর্তমানে ঢাকায় ক্যাসিনোতে যে অভিযানগুলো চলছে এগুলো সম্পূর্ণ অবৈধ এবং আমি মনে করি সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে।’

আমরা ব্যাংককের মতো বিদেশিদের জন্য নাইট ক্লাব-ক্যাসিনোর দিকে যাব কিনা- জানতে চাইলে পর্যটন সচিব বলেন, ‘আমি যেটা মনে করি বিদেশি পর্যটকদের জন্য যদি আমরা কোনো এক্সক্লুসিভ জোন করি, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে যেসব সুযোগ-সুবিধা বিদ্যমান আছে, বাংলাদেশেও সেই ধরনের সুযোগ-সুবিধা দিতে আমার তো মনে হয় কোনো অসুবিধা নেই। হতেই পারে।’

পর্যটন খাতের জন্য হচ্ছে মহাপরিকল্পনা

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদি কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমার বিশ্বাস পর্যটনের ক্ষেত্রে কর্মসূচিগুলো স্বার্থক হবে। ইতোমধ্যে ম্যানগ্রোভ সুন্দরবনে বুয়েটের প্রতিনিধি দল জরিপ করেছে। তাদের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে। সেখানে পর্যটক বিশেষ করে বিদেশি পর্যটক যাতে আকৃষ্ট করে এবং বিদেশি বড় বড় ক্রুজ শিপগুলো ইকো ট্যুরিজম উপভোগ করতে পারে সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা খুব দ্রুত নেব। সে ব্যাপারে অনেক দূর অগ্রসর হয়েছি। কক্সবাজারে পর্যটনের জন্য বেশ কিছু কর্মসূচি নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের পথে।’

তিনি বলেন, ‘এর বাইরেও সারাদেশে একটা মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রায় চূড়ান্ত হওয়ার পথে। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী সারা বাংলাদেশে যতো দ্রুত সম্ভব বাস্তবায়ন করব। মাস্টার প্ল্যান এখনও চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হলেই কাজ শুরু হবে।’

বিমান ও পর্যটন সচিব বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস এবার আমরা একটু ঢাকার বাইরে নিয়ে গেছি। আমরা ৬৪ জেলাতেই কর্মসূচি নিয়েছি। কিন্তু যেখানে পর্যটকেরা যাচ্ছে সেখানকার মানুষদেরকেও সহনশীল আচরণ করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তারাও সাহায্য-সহযোগিতা চায়।’

তিনি বলেন, ‘আমরা পর্যটনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারিনি, কিন্তু এই মুহূর্তে রাখতে চাই। সত্যিকার অর্থে পর্যটন নিয়ে আমাদের কোনো কর্মপরিকল্পনা ছিল না। আমরা এখন পর্যটনে একটা মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত করে ফেলেছি। এ মাসের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দেব।’

পূর্ববর্তী নিবন্ধক্যাসিনো আইনি কাঠামোতে আনার কোনো সিদ্ধান্ত নেই : কাদের
পরবর্তী নিবন্ধবিয়ের পরে ‘হানিমুন’ যেভাবে এলো