শনিবারের ২টি হজ ফ্লাইট বাতিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের শনিবারের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিসা জটিলতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানের বিজি ৩০৩৯ ও বিজি ৫০৩৫ ফ্লাইট দু’টি বাতিলের এ ঘোষণা দেয়া হয়।

একই কারণে শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটের সৌদি আরবগামী আরেকটি ফ্লাইট বাতিল করা হয়।

তবে ফ্লাইট বাতিলের কথা অস্বীকার করেছে বিমানের গণসংযোগ বিভাগ। তাদের দাবি, বাতিল নয়, ফ্লাইটটি বিলম্বিত হচ্ছে। কিন্তু কখন ছেড়ে যাবে বিমান সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তারা।

শনিবারের দু’টি মিলিয়ে মোট ১৪টি হজ-ফ্লাইট বাতিল হল। এভাবে ফ্লাইট বাতিলের কারণে চরম ক্ষোভ প্রকাশ করছেন হজযাত্রীরা। সরকারের তরফ থেকে সংকটের সুরাহার ঘোষণা দেয়া হলেও এখন পর্যন্ত কেবল ফ্লাইট বাতিল হয়েই চলছে।

পূর্ববর্তী নিবন্ধবনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধদূর্গাপুরে বিএনপির সদস্য সংগ্রহে আ’লীগের বাধা, সংঘর্ষে আহত ৬