লাগামহীন পেঁয়াজের দাম ক্রেতাদের মধ্যে অস্বস্তি

 

পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া:
রাজধানীতে লাগামহীন পেঁয়াজের দাম। কোনোভাবে পেঁয়াজের লাগাম টেনে ধরা যাচ্ছে না। ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। গত দুই দিন ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাজারে।

তবে মাছ, মুরগি, ডিম ও সবজির দাম কমায় ক্রেতাদের কিছুটা স্বস্তি এলেও তা আবার দূর হয়ে যাচ্ছে পেঁয়াজ কিনতে গিয়ে। পেঁয়াজের এমন দামে অবাক অনেক খুচরা ব্যবসায়ীও। ফলে অনেক ব্যবসায়ী পাইকারদের কাছ থেকে দেশি পেঁয়াজ না কেনায় কোনো কোনো খুচরা বাজারে দেশি পেঁয়াজের সঙ্কট দেখা দিয়েছে।

এদিকে ফার্মগেট বাজারে পেঁয়াজ কিনতে আসা রহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কিছুর দাম বাড়লে তা কমতে চায় না। তিনি বলেন, চাল কিনবো না পেঁয়াজ কিনবো বুজতে পারছি না। তিনি বলেন, সরকারের আরো কঠোর নজরদারি করা উচিত।

পিরেরবাগ পেঁয়াজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, দেশি পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। গত সপ্তাহে পাইকারি বাজার থেকে যে পেঁয়াজ ৭৫ টাকা দিয়ে কিনেছিলাম, সেই পেঁয়াজ এখন চাচ্ছে ১১০ টাকা কেজি। এই দামে পেঁয়াজ কিনে কিছুতেই ১২০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না। তাই দেশি পেঁয়াজ না এনে শুধু ভারতীয় পেঁয়াজ এনেছি।

পেঁয়াজের এতো দাম কেন জানতে চাইলে কামাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, ভাই সামনে দাম আরো বাড়তে পারে। হিসাব করে দেখেন গত সপ্তাহের তুলানায় প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০-৩০ টাকা। গত সপ্তাহে আমরা ৯০ টাকা কেজি দরেও দেশি পেঁয়াজ বিক্রি করেছি। এখন ১২০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এদিকে বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি ফুলকপি, বাধাকপি, শিম, লাউ এখন বাজারে ভরপুর। সঙ্গে করলা, ঢেড়স, বেগুন, শাল গম, পাকা ও কাঁচা টমেটা সবকিছুর সরবরাহই রয়েছে পর্যান্ত। ফলে দামও রয়েছে সহনীয় পর্যায়ে। তবে পেঁয়াজের মতো বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতিকেজি কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকা। এক দিন আগেও প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। বেশকিছুদিন ধরে এক’শ টাকার ওপরে বিক্রি হওয়া পাকা টমেটোর দাম কিছুটা কমেছে। প্রতিকেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে; যা গত সপ্তাহে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর কাঁচা টমেটো আগের মতোই ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে শিম, লাউ, শালগম, করলা, মুলা। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। লাউ ৩০ থেকে ৫০ টাকা, শালগমের কেজি ২৫ থেকে ৩০ টাকা, মূলা ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে বেগুনেরও। ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। ফুলকপি, বাধাকপি আগের মতোই ২৫ থেকে ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবেগম রোকেয়ার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন সেপ্টেম্বরে: স্বাস্থ্যমন্ত্রী