রাস্তার পাশে গর্তের মধ্যে বসে আছে জলপরী!

বেঙ্গালুরুতে রাস্তার গর্তের কারণে হওয়া দুর্ঘটনা এবং মৃত্যুর বিরুদ্ধে অনন্য উপায়ে বিরোধিতা করছেন একজন শিল্পী। রাস্তার পাশে তৈরি গর্তকে শিল্পের ভিত্তিতে তৈরি করেছেন এই শিল্পী।

তিনি এই গর্তকে ডিজনি কার্টুন চরিত্র মার্মেডের থাকার জায়গা তৈরি করেছে এবং মডেল মার্মেড সেঁজে সেখানে বসে পড়েছেন।বাদল নানজুদস্বামী নামের ওই শিল্পী কবন পার্ক জংশন এলাকার মোড়ে থাকায় গর্তে আকাশী রঙ করে মার্মেড জলপরীর থাকার স্হান রুপে তৈরি করেন। একটি মডেলকে মার্মেড সাজিয়ে সেখানে বসিয়ে দেওয়া হয় এবং এইসব দেখে আশেপাশের লোকও অবাক হয়ে যায়। বাদল এর আগেও রাস্তার মধ্যে থাকা গর্তের কারণে মৃত্যুর এবং দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।

বেঙ্গালুরুতে বাজে রাস্তার কারণে প্রতিদিন কয়েক ডজন দুর্ঘটনা ঘটছে। ১০ অক্টোবর স্কুটি করে যাওয়ার সময় ২১ বছরের একটি মেয়ে দুর্ঘটনার কারণে প্রাণ হারায়। এই ধরনের আরেকটি দুর্ঘটনায় ৫৪ বছরের একজন সরকারি কর্মচারীকে পা হারাতে হয়েছে। – ইন্টারনেট থেকে

পূর্ববর্তী নিবন্ধএই তথ্য জানলে আপনি হয়তো আর কখনোই ব্রয়লার মুরগি খাবেন না!
পরবর্তী নিবন্ধলাস ভেগাস হামলা : মাথায় গুলির ক্ষত নিয়ে কোমা থেকে জাগলেন টিনা!