প্রধানমন্ত্রীর নির্দেশেই ফখরুলের গাড়িবহরে হামলা : রিজভী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টুর কারামুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে রিজভী এ অভিযোগ তোলেন।

এ হামলাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগের সবার শীর্ষে যিনি প্রধানমন্ত্রী, তারই নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। তারই নির্দেশে হাসান মাহমুদ বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা করেছে। এটা অবধারিত সত্য।

রিজভী বলেন, আওয়ামী লীগ মনে করেছে মহাসচিবের গাড়িবহরে হামলার মধ্য দিয়ে বিএনপি ভয় পেয়ে যাবে। তারা যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে কাওরান বাজারে হামলা করেছিল, নারায়ণগঞ্জে হামলা করেছিল, এবারও তেমনি হামলা করেছে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং এনইসি মানি ট্রান্সফার, ইউকে -এর মধ্যে পারস্পরিক রেমিটেন্স চুক্তি স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধবাবা বলেই মেয়েকে নিয়ে দুশ্চিন্তা হয়: সাইফ আলি