তত্ত্বাবধায়ক সরকার-ই আমাদের দাবি : খন্দকার মোশাররফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারো ফিরেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখন তত্ত্বাবধায়ক সরকারই আমাদের দাবি, সেটিই সহায়ক সরকার হিসেবে কাজ করবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দলটির বর্তমান অবস্থানের কথা জানান তিনি।

মোশাররফ হোসেন বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় অনুযায়ী আগামী সংসদ নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। তাই আমাদের আলোচনা করতে হবে এ সরকারের প্রধান কে হবেন।

তিনি বলেন, আমাদের নেত্রী (খালেদা জিয়া) বলেছেন, নির্বাচনকালে সহায়ক সরকার হলেই কেবল নির্বাচন সুষ্ঠু হবে। এখন আমাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার-ই সহায়ক সরকার হিসেবে কাজ করবে।

তাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা নিয়ে আলোচনার জন্য ক্ষমতাসীনদের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

পূর্ববর্তী নিবন্ধট্রেন বাতিল হলে টিকিটের টাকা ফেরত দেয়া হবে: রেলমন্ত্রী
পরবর্তী নিবন্ধপপিকে অশিক্ষিত বললেন শাকিল খান (ভিডিও)