ট্রাম্পের সমালোচনায় মুখর বুশ-ওবামা

পপুলার২৪নিউজ ডেস্ক :
রাজনীতিতে দুই জনের অবস্থান দুই মেরুতে। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সব কর্মকাণ্ড এক সুতোয় বেঁধে দিয়েছে বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশকে।

আমেরিকার সাবেক দুই প্রেসিডেন্টই ট্রাম্পের সমালোচনায় মুখর। তারা আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ওবামা রাজনীতিতে ‘বিভাজন’ ও ‘ভয়’কে প্রত্যাখ্যান করতে আমেরিকান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে বুশ ‘জনজীবনে তৈরি করা কুসংস্কার ও ফাঁকা তর্জন-গর্জনের’ সমালোচনা করেছেন।

ওবামা বা বুশ কেউই এসব বক্তব্যে প্রদান কালে ট্রাম্পের নামটি মুখে নেননি। কিন্তু তারা কাকে প্রত্যাখ্যান বা কিসের সমালোচনা করছেন তা বোঝার জন্য রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন পড়ে না। ট্রাম্প সববিষয়ে মন্তব্য/প্রতিক্রিয়া জানাতে পছন্দ করেন। দেখা যাক নিজ দলীয় রাজনীতিবিদ বুশ বা বিরোধী দলের ওবামাকে নিয়ে তিনি কী অবস্থান নেন।

-সূত্র : বিবিসি

 

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্পের কাজে ৮৫৫ নিয়োগ
পরবর্তী নিবন্ধপ্রতিশোধ নিতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে : ফখরুল