কক্সবাজারের ঈদগাঁও-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৪৭তম শাখার শুভ উদ্বোধন

পপুলার২৪নিউজ ডেস্ক:
কক্সবাজারের ঈদগাঁও-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৭ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৩ জুলাই ২০১৭, রবিবার ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ. কে. এম. ইকবাল হোসেন এবং ইউনিয়ন ব্যাংকের পরিচালক মোঃ ফজলে মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আরিফুল ইসলাম, বাজার ব্যবসায়ি পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াদ মাহমুদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম বলেন, কক্সবাজারের ঈদগাঁও-এ আজ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি শাখা উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তাই আমার উদাত্ত আহ্বান ঈদগাঁওবাসী যেন এখন থেকে ইসলামী ব্যাংকিংয়ের এ অনন্য সেবা গ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরইমধ্যে তা প্রমাণে সফল হয়েছে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহআল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে টিআর-কাবিটা-কর্মসৃজন-এডিপি প্রকল্পে চলছে হরিলুট
পরবর্তী নিবন্ধঢাবির উপাচার্য প্যানেল নির্বাচনের সিনেট সভা স্থগিত