আজ থেকে শুরু স্মার্টফোন ও ট্যাব মেলা

পপুলার২৪নিউজ ডেস্ক:
হালনাগাদ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ ও কেনার সুযোগ দিতে আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো’। এক্সপো মেকার আয়োজিত তিন দিনের এ মেলায় বেশ কিছু নতুন পণ্যও উন্মোচন করা হবে। বিশেষ ছাড় ও উপহারও মিলবে। আয়োজকরা জানিয়েছেন, আজ সকাল ১০টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিশিয়াল ফেইসবুক পেইজে (www.facebook.com/STExpo) আয়োজন করা হয়েছে ‘স্মার্ট চ্যাম্প কুইজ কনটেস্ট’। বিজয়ীদের জন্য রয়েছে হুয়াওয়ে, মাইক্রোম্যাক্স, লাভা ও লেনোভোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। এ ছাড়া মেলার তিন দিন সিম্ফনি মোবাইলের সৌজন্যে ‘সেলফিবাজ কুইজ কনটেস্ট’-এ অংশ নিয়েও পুরস্কার মিলবে। হালনাগাদ সব তথ্য www.facebook.com/STExpo I techshohor.com-এ পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধইউনূসকে বাঁচাতে হিলারির চাপের তথ্য মার্কিন সিনেটে
পরবর্তী নিবন্ধশিশুর পেটে ২১টি চুম্বক!