৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে : আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অচিরেই সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এর ফলে এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ্র এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচারকার্য ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে আদালত সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হচ্ছে। এর অংশ হিসাবে ৭টি বিভাগে ৭টি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ৭টি বিভাগে ৭টি সাইবার ট্রাইব্যুনাল, ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপিল আদালত সৃজন প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকেকেআরের সঙ্গে পেশোয়ারের এক সিরিজ খেলার প্রস্তাব শাহরুখের
পরবর্তী নিবন্ধনবম ওয়েজবোর্ড গঠন চূড়ান্ত পর্যায়ে: তথ্যমন্ত্রী