২২ নাবিকসহ ভারতীয় ট্যাঙ্কার নিখোঁজ

পপুলার২৪নিউজ ডেস্ক:

মাঝ সমুদ্রে ২২ জন ভারতীয় নাবিকসহ এমটি ম্যারিন এক্সপ্রেস নামে একটি তেলের ট্যাঙ্কার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে । পশ্চিম আফ্রিকার বেনিন উপকূলে উধাও হয়ে যায় ওই ভেসেলটি। গত ৪৮ ঘণ্টা ধরে জাহাজ ও নাবিকদের সন্ধান চলছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, ২২ জন ভারতীয় নাগরিক ছাড়াও ওই ট্যাঙ্কারে ছিল ১৩ হাজার ৫০০ টন গ্যাসোলিন। প্রতি টন গ্যাসোলিনের মূল্য প্রায় ৬০০ ডলার। অর্থাৎ জাহাজটিতে যে মাল রয়েছে তার মূল্য প্রায় ৫২ কোটি টাকা। উদ্ধার অভিযান চললেও এখনো এ ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জাহাজটি ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক কালে এ নিয়ে দুটি জাহাজ মাঝ সমুদ্র থেকে নিখোঁজ হয়েছে। গত মাসেও এভাবেই একটি ভেসেল নিখোঁজ হয়ে যায় পশ্চিম আফ্রিকার উপকূল থেকে। গত ৩১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৬টা ৩০ মিনিটে শেষ সিগনাল পাওয়া গিয়েছিল ওই ভেসেলটি থেকে। পরের দিন দুপুর ২টা ৩৬ মিনিটে স্যাটেলাইট থেকে জাহাজের সর্বশেষ পরিস্থিতি দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধঅনেক ষড়যন্ত্র হবে, দল ভাঙার ফাঁদে পা দেবেন না: খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ