হাওর পরিস্থিতি দেখতে নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক: অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে আগামী বৃহস্পতিবার নেত্রকোনার খালিয়াজুরীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। তাঁর এ সফর ঘিরে নেত্রকোনার ক্ষতিগ্রস্ত মানুষেরা আশার আলো দেখছেন। প্রধানমন্ত্রী সরেজমিন হাওর এলাকা ঘুরে দেখবেন বলে প্রত্যাশা করছেন অনেকে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা দিয়ে সকাল পৌনে ১০টায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর খালিয়াজুরী কলেজমাঠে ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পরে তিনি নগর ইউনিয়নের বল্লভপুর এলাকা পরিদর্শনে যাবেন। জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে।
এর আগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিয়াজুরীর পার্শ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিদর্শন এবং বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

স্থানীয় সাংসদ রেবেকা মমিন মুঠোফোনে বলেন, খালিয়াজুরীতে বঙ্গবন্ধুকন্যার এটিই হবে প্রথম সফর। তাঁর আসার খবর দুর্গত খালিয়াজুরী উপজেলাবাসীকে আনন্দিত করেছে। তিনি হাওরবাসীর কষ্ট বোঝেন। তাঁর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খালিয়াজুরীতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য খালিয়াজুরীতে রয়েছেন। এ ছাড়া সাড়ে ১২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রিয়তা না থাকলে মনোনয়ন দেয়া হবে না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাশিয়াকে স্পর্শকাতর তথ্য দিয়েছেন ট্রাম্প