হাওরের এ মহাদুর্যোগে বিফল হব না ইনশাল্লাহ: রাষ্ট্রপতি

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, আমি কৃষকের সন্তান, হাওরের ক্ষয়ক্ষতি আমি গভীরভাবে উপলদ্ধি করি। সুনামগঞ্জের হাওরাঞ্চলে কৃষকের কান্না শুরু হলে এর শেষ হয় কিশোরগঞ্জে গিয়ে। সুনামগঞ্জের মানুষের দুর্যোগে আমাকে কেউ দাওয়াত করে আনেনি। এ অঞ্চলের দুর্ভোগের কথা উপলদ্ধি করে আমি নিজ তাগিদে সুনামগঞ্জে এসেছি এবং স্বচক্ষে ক্ষতিগ্রস্ত হাওর সমূহ পরিদর্শন করেছি।

রাষ্ট্রপতির প্রায় পৌনে এক ঘন্টার বক্তব্যে সুনামগঞ্জে তার যুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, দেশকে স্বাধীন করতে একাত্তরে এ অঞ্চলে যুদ্ধ করতে এসে বিফল হইনি। হাওরের মানুষের এ মহাদুর্যোগে বিফল হব না ইনশাল্লাহ।

হাওরাঞ্চলের কৃষকদের বাঁচাতে আগামী বৈশাখী ফসল তোলার আগ পর্যন্ত হাওরাঞ্চলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখতে হবে। হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধকে যুগোপযোগী করতে হবে বাঁধের ডিজাইনে পরিবর্তন আনতে হবে।

সোমবার সুনামগঞ্জের শিল্পকলা একডকেমির হাসনরাজা মিলনায়তনে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ হাওরবেষ্টিত সবকটি জেলার বড় বড় নদী ভরাট হয়ে গেছে। আকস্মিক বা অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে হলে পাহাড় থেকে প্রবাহিত নদী থেকে শুরু করে ভৈরববাজার পর্যন্ত সবকটি নদীগুলোকে ক্যাপিটেল ড্রেজিংয়ের আওতায় এনে খনন করতে হবে।এটা অত্যন্ত ব্যয়বহুল হলেও এ অঞ্চলের জন্য নদী খননের কোন বিকল্প নেই।

রাষ্ট্রপতি বলেন, হাওরাঞ্চলের মানুষের ফসল ছাড়া কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তাই বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য হাওরাঞ্চলে ইকনোমিক জোন স্থাপনে আমি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করব।

বাঁধ নির্মাণে দুর্নীতির ব্যাপারে তিনি বলেন,সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধি হাওররক্ষা বাঁধে দুর্নীতির ব্যাপারে একসুরে কথা বলেছেন। সবাই যদি এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকেন তাহলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি।

হওরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে তিনি সাব-মার্জিনেবল (ডুবন্ত) সড়ক নির্মাণের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি তার স্বভাবসুলভ বক্তব্যে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ,হাওরজীবন, ব্যক্তিজীবনের বিভিন্ন স্মৃতিচারণ প্রভৃতি বিষয়াদি নিয়ে হাস্যরসের মাধ্যমে উপস্থিত সুধীজনদের কাছে তুলে ধরেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহম্মেদ তওফিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার রব্বানী শাহানা, সিলেটের বিভাগীয় কমিশনার ড.নাজমুন আরা খানম, সিলেট জোনের ডিআইজি কামরুল আহসান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রস আলী বীর প্রতীক,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, সাংবাদিক কামরুজ্জমান চৌধুরী,বিজন সেন রায় পংকজ দে প্রমুখ।

এর আগে বিকাল পৌনে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ জেলা কিশোরগঞ্জ জেলা থেকে হেলিকপ্টারযোগে সুনামগঞ্জ এসে পৌঁছান। পরে স্থানীয় সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকাল সোয়া ৩টায় রাষ্ট্রপতি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মববিনিময় সভায় মিলিত হন এবং সুনামগঞ্জে বোরো ধানের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হন।

বেলা ৬টায় তিনি জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গেও সংক্ষিপ্ত এক বৈঠকে মিলিত হন। শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে শহরের প্রাণকেন্দ্র অবস্থিত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর পরিদর্শন করেন।

মতবিনিময় সভা শেষে রাতে তিনি ৭১-এ তার সহযোগী মুত্কিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাদের নিয়ে আলাদা আরেকটি বৈঠকে মিলিত হন।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ থেকে সুনামগঞ্জে আসার পথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইটনা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মধ্যনগর,ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জর উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা হেলিকপ্টারযোগে পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে আবারো হেলিকপ্টার যোগে সুনামগঞ্জের সদর ও দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওর, জগান্নাথপুরের নলুয়ার হাওর, দিরাই-শাল্লা বিভিন্ন হাওর এবং হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ এলাকার বিভিন্ন হাওর পরিদর্শন করে ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ মতবিনিময় সভা শেষ হয় রাত সোয়া ১১টায়। রাষ্ট্রপতি রাত ১০টার দিকে তার বক্তব্য শুরু করেন এবং বক্তব্যের সমাপ্তি টানেন রাত ১১টার দিকে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, আমি কৃষকের সন্তান, হাওরের ক্ষয়ক্ষতি আমি গভীরভাবে উপলদ্ধি করি। সুনামগঞ্জের হাওরাঞ্চলে কৃষকের কান্না শুরু হলে এর শেষ হয় কিশোরগঞ্জে গিয়ে। সুনামগঞ্জের মানুষের দুর্যোগে আমাকে কেউ দাওয়াত করে আনেনি। এ অঞ্চলের দুর্ভোগের কথা উপলদ্ধি করে আমি নিজ তাগিদে সুনামগঞ্জে এসেছি এবং স্বচক্ষে ক্ষতিগ্রস্ত হাওর সমূহ পরিদর্শন করেছি।

হাওরাঞ্চলের কৃষকদের বাঁচাতে আগামী বৈশাখী ফসল তোলার আগ পর্যন্ত হাওরাঞ্চলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখতে হবে। হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধকে যুগোপযোগী করতে হবে বাঁধের ডিজাইনে পরিবর্তন আনতে হবে।

সোমবার সুনামগঞ্জের শিল্পকলা একডকেমির হাসনরাজা মিলনায়তনে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ হাওরবেষ্টিত সবকটি জেলার বড় বড় নদী ভরাট হয়ে গেছে। আকস্মিক বা অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে হলে পাহাড় থেকে প্রবাহিত নদী থেকে শুরু করে ভৈরববাজার পর্যন্ত সবকটি নদীগুলোকে ক্যাপিটেল ড্রেজিংয়ের আওতায় এনে খনন করতে হবে।এটা অত্যন্ত ব্যয়বহুল হলেও এ অঞ্চলের জন্য নদী খননের কোন বিকল্প নেই।

রাষ্ট্রপতি বলেন, হাওরাঞ্চলের মানুষের ফসল ছাড়া কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তাই বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য হাওরাঞ্চলে ইকনোমিক জোন স্থাপনে আমি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করব।

রাষ্ট্রপতির প্রায় পৌনে এক ঘন্টার বক্তব্যে সুনামগঞ্জে তার যুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, দেশকে স্বাধীন করতে একাত্তরে এ অঞ্চলে যুদ্ধ করতে এসে বিফল হইনি। হাওরের মানুষের এ মহাদুর্যোগে বিফল হব না ইনশাল্লাহ।

বাঁধ নির্মাণে দুর্নীতির ব্যাপারে তিনি বলেন,সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধি হাওররক্ষা বাঁধে দুর্নীতির ব্যাপারে একসুরে কথা বলেছেন। সবাই যদি এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকেন তাহলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি।

হওরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে তিনি সাব-মার্জিনেবল (ডুবন্ত) সড়ক নির্মাণের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি তার স্বভাবসুলভ বক্তব্যে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ,হাওরজীবন, ব্যক্তিজীবনের বিভিন্ন স্মৃতিচারণ প্রভৃতি বিষয়াদি নিয়ে হাস্যরসের মাধ্যমে উপস্থিত সুধীজনদের কাছে তুলে ধরেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহম্মেদ তওফিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার রব্বানী শাহানা, সিলেটের বিভাগীয় কমিশনার ড.নাজমুন আরা খানম, সিলেট জোনের ডিআইজি কামরুল আহসান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রস আলী বীর প্রতীক,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, সাংবাদিক কামরুজ্জমান চৌধুরী,বিজন সেন রায় পংকজ দে প্রমুখ।

এর আগে বিকাল পৌনে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ জেলা কিশোরগঞ্জ জেলা থেকে হেলিকপ্টারযোগে সুনামগঞ্জ এসে পৌঁছান। পরে স্থানীয় সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকাল সোয়া ৩টায় রাষ্ট্রপতি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মববিনিময় সভায় মিলিত হন এবং সুনামগঞ্জে বোরো ধানের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হন।

বেলা ৬টায় তিনি জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গেও সংক্ষিপ্ত এক বৈঠকে মিলিত হন। শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে শহরের প্রাণকেন্দ্র অবস্থিত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর পরিদর্শন করেন।

মতবিনিময় সভা শেষে রাতে তিনি ৭১-এ তার সহযোগী মুত্কিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাদের নিয়ে আলাদা আরেকটি বৈঠকে মিলিত হন।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ থেকে সুনামগঞ্জে আসার পথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইটনা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মধ্যনগর,ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জর উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা হেলিকপ্টারযোগে পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে আবারো হেলিকপ্টার যোগে সুনামগঞ্জের সদর ও দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওর, জগান্নাথপুরের নলুয়ার হাওর, দিরাই-শাল্লা বিভিন্ন হাওর এবং হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ এলাকার বিভিন্ন হাওর পরিদর্শন করে ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ মতবিনিময় সভা শেষ হয় রাত সোয়া ১১টায়। রাষ্ট্রপতি রাত ১০টার দিকে তার বক্তব্য শুরু করেন এবং বক্তব্যের সমাপ্তি টানেন রাত ১১টার দিকে।

পূর্ববর্তী নিবন্ধএরদোগানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের ফোন
পরবর্তী নিবন্ধফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার